• 0
  • 0
Verified আই নিউজ বিডি ডেস্ক
Posted at 09/09/2020 02:50:pm

সুন্দরবনে মোট ১১৪টি বাঘ

সুন্দরবনে মোট ১১৪টি বাঘ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০১৮ সালে বাংলাদেশের সুন্দরবনে সর্বশেষ ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ শুমারি অনুষ্ঠিত হয়। ওই শুমারিতে সুন্দরবনে মোট ১১৪টি বাঘ পাওয়া যায়। জনতার পিটুনিতে ১৪টি বাঘ হত্যা করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ২০১৫ সালে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে জরিপ করে বাঘ পাওয়া যায় ১০৬টি।   

‘বিভিন্ন কারণে গত দুই দশকে সুন্দরবনে মোট ৩৮টি বাঘ নিহত হয় (প্রাকৃতিক দুর্যোগ সিডরের আঘাতে ১টি, দুষ্কৃতকারী কর্তৃক ১০টি, জনতার পিটুনিতে ১৪টি এবং স্বাভাবিক মৃত্যু ১৩টি)।’


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ