About Us
Md. Sabjal Hossen
প্রকাশ ২৯/০৮/২০২০ ০৬:২০পি এম

ইউপি সদস্যের পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন

ইউপি সদস্যের পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন Ad Banner

ঝিনাইদহ কালীগঞ্জের এক মৎসচাষীর পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার সাইটবাড়িয়া গ্রামের ইউপি সদস্য নান্নু মিয়ার পুকুরে। তিনি ওই গ্রামের মৃত নুর আলী বিশ্বাসের ছেলে।   

ক্ষতিগ্রস্থ মাছচাষী নান্নু মিয়া জানান, শনিবার বেলা ১২ টার দিকে লোক মাধ্যমে খবর পান তার পুকুরের মাছ মারা যাচ্ছে।   

এরপর পুকুরে গিয়ে দেখেন বড় বড় মাছ মরে ভেসে উঠছে। পুকুরে কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার মাছ আছে। এরমধ্যে বিকাল ৩ টা পর্যন্ত প্রায় কমপক্ষে ৩০ হাজার টাকার মরা মাছ সরিয়ে ফেলেছেন। এখনও মরা মাছ ভেসে উঠছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমান এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, পুকুর হতে মরা মাছ তোলার সময় পলিথিনে ভরা গ্যাস বড়ি পেয়েছেন। ফলে কেউ লোক চক্ষুর আড়ালে পুকুরে মাছ নিধনের জন্য গ্যাস বড়ি দিয়েছে এটা স্পষ্ট হয়েছে। নিজে না দেখে কাউকে দোষারোপও করতে পাছেন না। বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে।     

স্থানীয় তত্তিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন দাস জানান, বিষয়টি আমাকে জানানোর পর আমি তাকে থানায় একটি অভিযোগ দায়ের করতে বলেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ