নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ১৮/০৯/২০২৩ ১০:১৮পি এম

চেক জালিয়াতি মামলায় বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

চেক জালিয়াতি মামলায় বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার
চেক জালিয়াতি মামলায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল আলম খানকে গ্ৰেফতার করেছে পুলিশ।
১৮ সেপ্টেম্বর,সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান।

তিনি বলেন, ২০১২ সালে হাতেম আলী নামে এক ব্যক্তির করা একটি চেক জালিয়াতি মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এরপর আজ ১৮ সেপ্টেম্বর,সোমবার সকালে নওগাঁ শহরের কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্ৰেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ