নওগাঁর মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার চারজন সহযোগী আটক
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার চারজন সহযোগীকে আটক করেছে নওগাঁ ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন।
০৯ সেপ্টেম্বর,শনিবার আনুমানিক ০৫৪:০০ ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি'র টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী তপন কুমার সরকার এর নেতৃত্বে একটি Special Operations Team সীমান্ত পিলার ২৫৭/-৩ আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চককাশিপুর গ্রাম (*ঈদগাহ মোড়*) এলাকায় সালমা ভিলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পালিয়ে যাওয়ার সময় অত্র এলাকার মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার ০৪ জন সহযোগিকে ৩৪ পুরিয়া (২৬ গ্রাম) হিরোইন, ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক সেবীদের কাছ থেকে বিভিন্ন সময় গ্রহণকৃত ০১ ভরি ১৫ আনা ০৫রতি স্বর্ণালংকার, মাদক বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত নগদ ৩,৯৭,৪৮০/- টাকা ও ভারতীয় রূপী ১০০ আটক করতে সক্ষম হয়। আটককারী ০৫ জন আসামীর মধ্যে মূলহোতা দূর্ধর্ষ মাদক চোরাকারবারী/ব্যবসায়ী ও এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মোছাঃ সাবিনা ইয়াছমিন (৪৪) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার বড় নেটওয়ার্ক গড়ে তুলেছেন। সহযোগি হিসেবে মাদক ব্যবসায় তার বাবা, মেয়ে, ভাতিজা ও ভাগ্নি এ কাজ করে থাকে।
বর্তমানে মাদক সম্রাজ্ঞী সাবিনার আগ্রাদ্বিগুন এলাকায় বিলাসবহুল বাড়ি রয়েছে এবং সে বিলাসী জীবন যাপন করে থাকে। এছাড়াও সাপাহার, পোরশা, পত্নীতলা, ধামইরহাট উপজেলা ও আশে পাশের এলাকায় তার নিজস্ব মাদক সিন্ডিকেট রয়েছে যার মাধ্যমে সে মাদকদ্রব্য কেনা- বেচা করে থাকে।
আটককৃত মাদক ব্যবসায়ী, জব্দকৃত মাদক, মাদক বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত টাকা ও স্বর্ণালংকারসহ মাদকদ্রব্য আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন শনিবার বিকেল ৪:০০ টায় এক প্রেস ব্রিফিংয়ে প্রেস উইং পত্নীতলা ব্যাটালিয়ন এসব তথ্য জানান।