নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ২৯/০৮/২০২৩ ০৫:০১পি এম

বদলগাছীতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার অভিযোগে তিনজন গ্রেফতার

বদলগাছীতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার অভিযোগে তিনজন গ্রেফতার
বদলগাছীর মথুরাপুরে গ্রামের মন্ডলদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে অপমান ও লাঞ্চিত করার অপরাধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের দুইজন সমাজপতিসহ একজন নাপিতকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর বাঁশপাড়া নামক গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২) ।

ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তাঁর মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটে।উক্ত গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা গত সোমবার (২৮ আগষ্ট) সকাল ৯টার দিকে ওই গৃহবধুর বাড়ির আঙিনায় মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এই ঘটনা ঘটান।এতে বিপুলসংখ্যক উৎসুক জনতা ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।

ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি- পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের এক মসলিম যুবকের সঙ্গে ঐ গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন।

খবর পেয়ে সোমবার দুপুরের পর ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করিনি। সমাজপতিরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছে।

এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গৃহবধু বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর শালিসে রায় দেওয়া দুই মাতব্বরসহ চুল কর্তনের ওই নাপিতকে আটক করা হয়েছে।
২৯ আগস্ট,মঙ্গলবারে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ