‘ইসিতে বারবার ফোন দিয়েছি, তারা একবারও খোঁজ-খবর নেয়নি’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে হতাশ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, নির্বাচন কীভাবে হচ্ছে এটা জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। নির্বাচন কমিশনে বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোন খোঁজ-খবর নেয়নি তারা।
সোমবার (১৭ জুলাই) ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। দুপুর ২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে হিরো আলম বলেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে। তারপরও আমি মাঠে থাকবো।
এর আগে, সকালের দিকেও ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন। ভোট শুরুর ঘণ্টা দু’য়েক পরেই ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
সে সময় এই স্বতন্ত্র প্রার্থী বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।
এজেন্টদের বের করে দিয়ে একতরফা ভোট করার চেষ্টা চলছে উল্লেখ করে হিরো আলম বলেন, আমাদের এজেন্টদের কেন বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।
নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে তিনি জানান, শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থেকে শেষ দেখতে চান তিনি।