About Us
মোঃ ইলিয়াস আলী
প্রকাশ ২৮/০৮/২০২০ ১০:৪৭পি এম

এম পি দবিরুলের সুস্থতা কামনা করে মসজিদগুলোতে দোয়া মাহফিল

এম পি দবিরুলের সুস্থতা কামনা করে মসজিদগুলোতে দোয়া মাহফিল Ad Banner

আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এম পি সাহেবের রোগমুক্তি কামনায় বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) জুম্মার নামাজ শেষে উপজেলার ৮ টি ইউনিয়নের মসজিদে এই দোয়ার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ।  শুক্রবার পবিত্র জুমআ’র নামাজ শেষে সাংসদ দবিরুল ইসলামের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না জানান, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক এমপি দবিরুল ইসলাম করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আমরা তাঁর সুস্থতা চেয়ে মহান আল্লাহতায়ালার নিকট দোয়া করেছি। তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ।  প্রসঙ্গত, গত ২৩ আগস্ট এমপি দবিরুল ইসলামের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। পরদিন সরকারি ব্যবস্থাপনায় তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ