MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ২৯/০৫/২০২৩ ০৮:৫৫পি এম

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
জেলা প্রতিনিধি,বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: কবির হোসেন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন পাশ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন তার মেয়ে ও জামাতাকে দেখতে তাদের বাড়িতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার সময় মোটরসাইকেলে রওয়ানা দিলে মঠবাড়িয়া থেকে আসা রাফি এন্টারপ্রাইজ নামের একটি বাসের চাপায় গুরুতর আহত হন।

পরে উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান,

ঘটনার পরেই আমাদের পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাথরঘাটা থায়া কোনো অভিযোগ আসেনি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ