জমি বিরোধের জেরে পুরুষ ও নারীদের মারধর, বরগুনায় পুলিশের সহায়তায় উদ্ধার নারীর সহ চারজন
জেলা প্রতিনিধি , বরগুনা ॥ জমি বিরোধীদের জেরে ধরে গতকাল তিন নারী ও এক পুরুষকে ঘরে বন্দী করে মারপিট করার অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি দেখে স্থানীয়রা ত্রিপল নাইনে ফোন দিয়ে ঘটনার স্থান থেকে চারজনকে পুলিশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ঘটনাটি বরগুনা সদর উপজেলার ৬ নং ইউনিয়নের দক্ষিণ হাজার বিঘা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালাম, খাদিজা বেগম, মোসাম্মদ রুবি, ও লামিয়া আক্তার, কালাম মিয়া বলেন আমার বাপ দাদার পৈত্রিক সম্পত্তির উপর ভূমি দস্য সালাম, বারের, সবুজ, শাহীন, রাসেলও খাদিজা সহ আমার জায়গায় বেড়া দিতে আসে আমি বাধা দিতে গেলে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার স্ত্রী সন্তান সহ আমাকে ঘরের ভিতর ঢুকে বন্দী করে মারপিট করেন। আমরা পুলিশের সহায়তায় বেঁচে যাই। বর্তমানে আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা বলেন জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে এই জমি জমার সূত্র ধরে গতকাল মারপিট হয়েছে ।
এ বিষয় সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয়ভাবে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান শালিস বৈঠক করে আমাদের সমাধান দিতে পারেন নাই। আমাদের পৈতিক জায়গায় বেড়া দিতে গিয়েছি উভয়পক্ষ মারপিটের ঘটনা ঘটেছে। বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসে নাই অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।