কে এ এম সাকিব - (Rajshahi)
প্রকাশ ২৫/০৫/২০২৩ ০৩:২১পি এম

চবির সি ইউনিটের ফলাফল প্রকাশিত

চবির সি ইউনিটের ফলাফল প্রকাশিত
২০২২-২৩ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটের ফলাফল ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

গত ২০ ও ২১ মে চবির ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ইউনিটে আসন ৪৪১টি। এর আগে ১৬ ও ১৭ মে এ ইউনিটের, ১৮ ও ১৯ মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২২ ও ২৩ মে ডি ইউনিটের এবং ২৪ মে বি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ভর্তির জন্য ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ