MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ২২/০৫/২০২৩ ০৭:০৫পি এম

বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ আটক ২

বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ আটক ২
জেলা প্রতিনিধি, বরগুনা।। বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে।সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আল আমিন (৩৪) ও মোসা. সনিয়া (২২)।
আল আমিন বরগুনা জেলার পাথরঘাটা পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. খলিল খানের ছেলে এবং মোসা. সনিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বাসিন্দা মৃত মাসুম মিয়ার মেয়ে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল এক বিজ্ঞপ্তিতে জানান, পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ওৎ পেতে থাকে কোস্টগার্ড সদস্য।
এ সময় ওই এলাকার থেকে মাদক বহনকারী দুজনকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। পরে‌ তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ