MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ২০/০৫/২০২৩ ০৬:১৭পি এম

আমতলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আমতলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
জেলা প্রতিনিধি, বরগুনা ।।
বরগুনার আমতলীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগীয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, আমতলীর উত্তর ঘোপাখালি এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও যুগীয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরহাদ তালুকদার (৪০)।
ওসি বলেন, তারা দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে তাদের ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ