MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ১৭/০৫/২০২৩ ০৯:৫৫পি এম

বরগুমায় এক কৃষককে ঘুমের মধ্যে পুড়িয়ে মারার অভিযোগ

বরগুমায় এক কৃষককে ঘুমের মধ্যে পুড়িয়ে মারার অভিযোগ
জেলা প্রতিনিধি, বরগুনা।।। বরগুনায় এক কৃষক পরিবারকে ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ মে) গভীর রাতে সদরের বালিয়াতলী ইউনিয়নের চর মাইঠা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একই এলাকার কৃষক আব্বাস পহল্লান ও আবুল পহল্লান পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একাধিকবার নিজেদের মধ্যে মামলা, হামলাসহ অগ্নিসংযোগের ঘটনায় জড়িয়েছেন। এবারও সেই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কৃষক আব্বাস পহল্লান বলেন, আমরা রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ ধোঁয়ায় ঘর ভরে গেলে টের পেয়ে উঠে দেখি ঘরের পাশের একটি খড়ের গাদায় আগুন জ্বলছে।

এসময় বাইরে লাইট ধরলে আবুল পহল্লান বাড়ির কয়েজনকে দেখে তাড়া করলে তারা পালিয়ে যায়। পরে ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করেন।

তিনি আরও বলেন, মূলত আমগো ঘুমের মধ্যে ঘরে আগুনে পোড়াইয়া মারতে চাইছিল। আল্লাহ বাঁচাইছে, কিন্তু গরুর জন্য রাখা খড়ের গাদাটা রক্ষা করতে পারলাম না।

এদিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন আবুল পহল্লান। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ