Anamul Kabir - (Barisal)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:১৯পি এম

বানারীপাড়ায় অটোরিকশায় হাত হাড়ালো এসএসসি পরীক্ষার্থী সাইমুন

বানারীপাড়ায় অটোরিকশায় হাত হাড়ালো এসএসসি পরীক্ষার্থী সাইমুন
এনামুল কবির পলাশ, স্টাফ রিপোর্টার:-
বরিশালের বানারীপাড়ায় অটোরিকশার চাকায় পেচিয়ে এসএসসি পরিক্ষার্থীর হাতের কব্জি আলাদা হওয়ার ঘটনা ঘটেছে।
বানারীপাড়ার দিদিহার গ্রামের সাইদুল ইসলামের এর মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমুন। ব্যাটারি চালিত অটোতে নানা বাড়ি যাচ্ছিল। অটো গাড়ির চাকায় হঠাৎ তার ওড়না পেচিয়ে যায়। শক্তি দিয়ে ওড়ানা ছাড়ানোর চেষ্টা করলে তার হাত চলে যায় চাকার মধ্যে। এতে হাত ফিরে আসলেও তাত কব্জি সহ বাকি অংশ চাকার মাডগার্ড এ প্যাচিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানিয়দের সহোযোগিতায় দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডিউটিরত ডাক্তার তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কাটা হাতের অংশ আইচ বেগিং পদ্ধতিতে প্যাকিং করে ঢাকা মেডিকেলে প্রেরণের সমস্ত বন্দোবস্ত করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পৌছাতে না পারায় হাতটা নাকি কেটেই ফেলতে হয়েছে। কে জানত ১ পর ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা সাইমুন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেয়েটির নানী। বর্তমানে আল-মানার হসপিটাল, মোহাম্মদপুর এ ভর্তি আছে।
অনিয়ন্ত্রিত ভাবে বেড়ে চলা ব্যাটারি চালিত অটোরিকশা, বৌ গাড়ি দিন দিন মানুষের জন্য ভয়ানক হয়ে উঠেছে। কেউ হারায় হাত, কারো পা, কেউ সামন্য চোট, কিংবা কারো ভাঙ্গছে হাত-পা। এখন শুধু জীবন নেয়াটাই যেন বাকি। বেপরোয়া ব্যাটারি চালিত অটো ও বৌ গাড়ির স্বাভাবিক সীমার মধ্যে আনা এখন সময়ের দাবি। সাথে শিশু অটো চালকদের বিষয়টি ও নজরে আনার বিষয়টি প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি সচেতন মহলের।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ