MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ২৮/০৪/২০২৩ ০৮:১৭পি এম

বেতাগীতে গড়িয়াবুনিয়া ফুলতলা বিদ্যালয়ের মুজিব কর্নারের কক্ষটি ভাড়া দিলেন প্রধান শিক্ষক

বেতাগীতে গড়িয়াবুনিয়া ফুলতলা বিদ্যালয়ের মুজিব কর্নারের কক্ষটি ভাড়া দিলেন প্রধান শিক্ষক
জেলা প্রতিনিধি, বরগুনা ॥ বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়ন গড়িয়াবুনিয়া ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুজিব কর্নারসহ দুইটি কক্ষ ভাড়া দেওয়া অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে।
জানা গেছে, গত জানুয়ারি থেকে চার মাস ধরে কক্ষ দুইটি ভাড়া দিয়েছেন প্রধান শিক্ষক এবং ভাড়া টাকা গোপনে একাই পকেটর নিচ্ছেন। তবে কক্ষ ভাড়া দেওয়া কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।
সরেজমিনে গড়িয়াবুনিয়া ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে দেখা গেছে, শেখ রাসেল ইনডোর স্পোর্টস কর্ণারের সাইনবোর্ড লাগানো একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।
সেই কক্ষে একজন বসবাস করেন এবং সরকারি বিদ্যুৎ ব্যবহার করেন। সেখানে রয়েছে খাট,ফ্যান,গ্যাসের চুলা,রড,সিমেন্টসহ বিভিন্ন পারিবারিকর আসবাবপত্র। নেই শেখ রাসেল স্পোর্টস কর্ণারের কোন সরঞ্জামদি।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাধিক অভিভাবক বলেন, ‘ শেখ রাসেল কর্ণার যদি ভাড়া দেওয়া হয় তাহলে আপনার বুঝে নিবেন যে লেখাপড়ার কি অবস্থা।
শেখ রাসেল কর্ণার এর বরাদ্দের রুম দেখতে চাইলে প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও এর কাছে থেকে অনুমতি পত্র নিয়ে আসেন তারপরে আপনাকে কক্ষ দেখাবো। এমন কথার পরে প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয় যে, এই কক্ষে কি রয়েছে যে শিক্ষা অফিসার ও ইউএনও এর অনুমতি নিতে হবে? তিনি তখন বলেন সেটা তাদের কাছ থেকে জেনে নিবেন।’
গড়িয়াবুনিয়া ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাবুল সিকদার এর কাছে জানতে তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায় নি।
কক্ষ ভাড়া দেওয়া বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আপনার মাধ্যমে অভিযোগ পেলাম তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। ‘
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,’ শেখ রাসেল এর নামে কক্ষে সাইনবোর্ড ব্যবহার করে যদি কোন অপকর্ম করে। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ