MD.NURUJJAMAN TALUKDAR - (Dhaka)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:২০পি এম

এবার রাজধানীর ওয়ারীতে মধ্যে রাতে আগুন

এবার রাজধানীর ওয়ারীতে মধ্যে রাতে আগুন
ঢাকার ওয়ারীর একটি বেবিশপ শোরুমে লাগা আগুন লেগেছে
রাত ২টার দিকে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের খবর শুনেই দ্রুত তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। ৪০ মিনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, পাশের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে বেবিশপ নামের দোকানে আগুন লাগে। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বেবিশপ শোরুম। এর ওপরের তলার ফ্লাটগুলো ছিল আবাসিক।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার খবরে আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। তারা রাস্তায় অবস্থান নেন। এ সময় ওই এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ