ABDUS SALAM - (Comilla)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:২০পি এম

কবিতা

কবিতা
"স্বীকারোক্তি"
---আব্দুস সালাম---

এই তৃতীয় বারের মত দোষী হলাম,
চেয়ে থাকার অপরাধে ।
দোষতো আমার না,
দোষ ওই সৌন্দর্য্যের ।

প্রথম যেবার দোষী হলাম,
সেবার অষ্টম শ্রেনিতে পড়ি।
দ্বিতীয় যেবার দোষী হলাম,
সেবার দ্বাদশ শ্রেনিতে।

আর এবার যখন দোষী হলাম,
সেবার কোন শ্রেনিকেই,
কলঙ্কিত করা যাবেনা..
তা বেড়াতে এসে হয়েছিলো।।

আর অপরাধী হতে চাইনা....

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ