Md Nesarul Islam - (Dinajpur)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:২২পি এম

চবি দিনাজপুর জেলা ছাত্র বন্ধনের নেতৃত্বে রিয়াদ-সুমা

চবি দিনাজপুর জেলা ছাত্র বন্ধনের নেতৃত্বে রিয়াদ-সুমা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্র বন্ধনে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সোশিয়লজি বিভাগের রিয়াদ আল-মাহমুদ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিলোসফি বিভাগের শারমিন সুমা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এই কমিটি অনুমোদন করেন সংগঠনের ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের সভাপতি:পলাশ বাবু, সাধারণ সম্পাদক:জয়ন্ত কুমার রায় এবং উপদেষ্টামন্ডলীর সদস্য মো:আরমান হোসেন।

নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফাহিম আহমেদ পলাশ,নজমুল ইসলাম, জনিরায়, সালাউদ্দীন মাহমুদ, বিদ্যুৎ সরকার,আবু তালহা সিহাব,মাঈশা সেতু,মনিষা হক,তাহসিন আরা,অভি রায়,মাহিন বিন রায়হান মুক্ত, মাহামুদুর রহমান প্রিন্স, মোঃ হেদায়তুল কবির অনিক, জয়ন্ত রায়, জিহাদ বিন আফরোজ, ফরিদুল ইসলাম, মাসুম আল গাফফার,মনিরুজ্জামান, মাহাদি হাসান,অনিক রায়।

দিনাজপুর জেলা ছাত্র বন্ধনের নবনির্বাচিত সভাপতি রিয়াদ আল-মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উপদেষ্টামন্ডলীর সন্মানিত সদস্যবৃন্দ, সাবেক সিনিয়রবৃন্দ ও ২০২১-২২ বর্ষের কমিটির সভাপতি পলাশ বাবু ভাই ও সাধারণ সম্পাদক জয়ন্ত রায় দাদাকে, যারা আমাকে এবং শারমিন সুমার উপর আশা ও ভরসা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। যারা বিভিন্ন দ্বায়িত্ব পেয়েছেন সবাইকে অভিনন্দন। সবাই দোয়া রাখবেন এবং পাশে থাকবেন সকলের সম্মিলিত প্রচেষ্টা, একাগ্রতা এবং সংহতির শক্তিতে এই সংগঠন যেন বহুদূর এগিয়ে যায়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শারমিন সুমা বলেন, সিনিয়ররা যখন দায়িত্ব দিয়েছে, নিজের সর্বোচ্চ টা দেয়ার ট্রাই করবো প্রিয় সংগঠন কে সামনে এগিয়ে নেয়ার জন্য, সংগঠনের সকল সিনিয়র জুনিয়র ব্যাচমেট বন্ধু বান্ধবীদের একসঙ্গে নিয়ে আগাতে চাই, আশা করি সবাইকে পাশে পাবো, বাকি টা আল্লাহ তা'আলার হাতে।

কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক: তবারক আলী সোহেল,লালচাঁদ হোসেন বাদশা,রাকিব হাসান রাজু,এস এম এরশাদ,রুমন বাদশা,শফিকুল ইসলাম, শ্যামল রায়,আব্দুল মুত্তালিব সিয়াম,অভিজিৎ রায় আপন,মিলন হাসান,নিহাররিকা দাস উর্মি,বোরহান, হোসেন নিরব,মারুফ বিল্লাহ তুর্য্য,আল-আমিন, আসাদুজ্জামান, আদিত্য রায়।

সাংগঠনিক সম্পাদক:বর্ণ দাস, এস এম রিদোয়ান মুহিব,আতিক ফয়সাল, হরিশ কুমার রায়,সামিউল ইসলাম, আম্বিয়া সুলতানা, নুর এ তাসনিম,নিজামুল ইসলাম,মারুফ বিল্লাহ,তারেক রহমান,সেলিম রেজা।

অর্থ সম্পাদক:জয় রায় ।দপ্তর সম্পাদক:আনন্দ রায় অর্ক।প্রচার সম্পাদক:তাহমিদ হাসান তৌকি। ক্রীড়া বিষয়ক সম্পাদক:জীবন রায় বিক্রম। গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:আলী আকরাম পিয়াল। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: হাফিজুর রহমান। সমাজসেবা বিষয়ক সম্পাদক:মুনতাসির রহমান। আইন বিষয়ক সম্পাদক:তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রুবেল রানা। আপ্যায়ন বিষয়ক সম্পাদক:রোকোনুজ্জামান তুহিন। ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক: তরিকুল ইসলাম। কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: সেলিম রেজা সৈকত।ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক:রিফাত। পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক:জুহানা জান্নাত। ছাত্রী বিষয়ক সম্পাদক:সুমিত্রা রায় পুষ্পিতা। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক: বাধন সরকার। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: মমিন আলী। উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: আতকিয়া মুবাশ্বিরা বৃত্তি।মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক: মোজাহিদুল ইসলাম। পরিবেশ বিষয়ক সম্পাদক: দিয়া পরভিন।গনশিক্ষা বিষয়ক সম্পাদক:সুসান্না টুডু। এছাড়াও আরো অনেকেই উপ-সম্পাদক, সহ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, দিনাজপুর জেলা ছাত্র বন্ধন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে দিনাজপুর হতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে আসছে এই সংগঠনটি । সততা, সম্প্রীতি ও মানবিকতাবোধের প্রচেষ্টায় কাজ করাই এই সংগঠন মুল উদ্দেশ্য।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ