MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ২২/০৩/২০২৩ ০৮:০৫পি এম

আমতলীতে ৪০ জন ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর

আমতলীতে ৪০ জন ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর
জেলা প্রতিনিধি,বরগুনা।।
‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা মোতাবেক আমতলীতে তৃতীয় পর্যায়ে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে জমির ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। তার এ উদ্বোধনের পর আমতলী উপজেলা পরিষদের হল রুমে আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ভ’মির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শুভ্রা দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদের নব নির্বাচত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া,আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক জি.এম ওসমানী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন, আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ কুমার সরকার , আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমানসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশ্রাফুল আলম বলেন, মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমতলী উপজেলায় কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। বুধবার মানীয় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের নির্ধারিত উপকারভোগীদের পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পর আমতলীতে আনুষ্ঠানিক ভাবে ৪০টি পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ