বদলগাছীর পাহাড়পুর আদিবাসী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর আদিবাসী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ ই মার্চ,সোমবার পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাহাড়পুর ইউপি যুবলীগের সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে ও উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার (সেলিম) এর উপস্থিত থাকার কথা থাকলে ও ভারতে অবস্থানের কারণে সম্ভব হয়নি।
এ ছাড়া ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন,বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ মিজানুর রহমান কিশোর,বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আতিয়ার রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান,পাহাড়পুর,পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম,পাহাড়পুর ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না,আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মামুনুর রশীদ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা এবং শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।