MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ১৬/০৩/২০২৩ ০৮:০২পি এম

আমতলী ও তালতলীতে পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি বেশি, ইভিএমের বিড়ম্বনায় নারী ও বৃদ্ধ ভোটাররা

আমতলী ও তালতলীতে পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি বেশি, ইভিএমের বিড়ম্বনায় নারী ও বৃদ্ধ ভোটাররা
জেলা প্রতিনিধি,বরগুনা।।
বরগুনার আমতলী ও তালতলীতে শারিকখালী ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায় । বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে, তবে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
এদিকে ইভিএমের ধীর গতিতে ভোট নেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন নারী ও বৃদ্ধ ভোটাররা। বৃহস্পতিবার(১৬ মার্চ) ১১ টার দিকে ৮ নং ওয়ার্ডে চাউলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের ভিড় দেখা গেছে।
জানা যায়, উপজেলা শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ৩ হাজার ৮৬৯ জন। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।
এই ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রেই নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে, পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এদিকে ভোটারদের দাবি ইভিএমের বিরম্বনায় আস্তে আস্তে ভোট চলছে। সকাল সাতটায় এসেও বেলা গড়িয়ে দুপুর হলেও ভোট দিতে পারেনি অনেক নারীরা।
ভোট দিতে আসা মাহিনুর বেগম (৩০) বলেন, ‘সকালে আমার স্বামী রিকশা নিয়ে বাইরে গেছেন। সকাল ৯টায় আমি ভোট দিয়েছি। আমার স্বামী দুপুর ২টার পর বাড়িতে ফিরে ভোট কেন্দ্রে আসবেন।’
ছকিনা (৪৫) নামের এক ভোটার জানান, সেই সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে এসেছি এখন ১১টা বাজে এখনো ভোট দিতে পারিনি। কখন পারি তাও জানি না। এছাড়াও একাধিক নারী ভোটারদের একই অভিযোগ।
৮নং ওয়ার্ডের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ৫৪৩ জন। বেলা ১১ টা পর্যন্ত ১৬০ জন ভোট দিয়েছেন। নারী ভোটারদের সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি ভোট দিচ্ছেন। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় অনেক বেশি। আশা করা যায় ৭০-৮০ শতাংশ নারী ভোট দিতে পারবেন।
তিনি আরও। বলেন ১১ টা পর্যন্ত পুরুষ ভোট দিয়েছেন ১০১ জন। পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম। পুরুষ ভোটাররা সকালে কাজে ব্যস্ত থাকেন, এজন্য হয়তো উপস্থিতি কম। দুপুর ১টার পর তাদের উপস্থিতি বাড়বে। ৬০-৬৫ শতাংশ পুরুষ ভোটার ভোট দেবেন বলে আমি মনে করি।
এই কর্মকর্তা বলেন, ইভিএমে ভোট গ্রহণে কোনো ধীরগতি নেই। তবে অনেক বৃদ্ধ বয়সী নারীরা ভোট দিতে এসে ভোট দিতে সময় করার কারনে একটু সমস্যা হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ