শিক্ষিত মেয়েরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসছে
শিক্ষিত মেয়েরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসছে
........ মুহম্মদ শফিকুর রহমান এমপি
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, সরকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে নানা কর্মকান্ড করছে। যার ফলে বর্তমানে প্রতিটি ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসছে। বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, জেলা প্রশাসক, পুলিশ সুপার , উপজেলা নিবার্হী কর্মকর্তা, সহকারি কমিশনার সহ অনেক স্থানেই নারীরা কর্মরত। পরীক্ষার ফলাফলে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। আমি আশা করবো গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা এসব দেখে উৎসাহিত হয়ে আগামীর বাংলাদেশের জন্য নিজেকে প্রস্তুত করবে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ১৪ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতার থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে এদেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে কাজ করছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে। এই জন্য আপানাদের কাছে নৌকায় ভোট চাই।
বুধবার(১৫ মার্চ) বিকালে ফরিদগঞ্জ উপজেলার মুন্সীরহাট জি এ জি আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল আমিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল মেয়র আলী আক্কাছ পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূইয়া, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ।