MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ১৫/০৩/২০২৩ ০৭:৫৩পি এম

বেতাগীতে বিষপান করা গৃহবধূর মৃত্যু

বেতাগীতে বিষপান করা গৃহবধূর মৃত্যু
জেলা প্রতিনিধি, বরগুনা ।।
বরগুনার বেতাগীতে আট মাসের সন্তান রেখে লাইজু বেগম (৩২) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বুধবার ভোরে লাইজুর লাশ হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়। তিনি উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর ছোট মোকামিয়া এলাকার বাসিন্দা।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, চার সন্তানের মা লাইজু বেগম গত শনিবার বিকেলে বিষপান করেন। তাঁর এক সন্তানের বয়স আট মাস। স্বজনেরা তাঁকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর পাকস্থলী পরিষ্কার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পর অবস্থার অবনতি হলে পরদিন ঢাকা নিয়ে যাওয়ার পথে লাইজুর মৃত্যু হয়।
লাইজুর স্বামী স্বপন মিয়া বলেন, ‘শনিবার সকালে আমার মায়ের সঙ্গে লাইজুর সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। আমি এ সময় দুজনকেই থামিয়ে দিই। আমার মা এতে ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি দেয়। এরপর আমার মা তাবলিগের উদ্দেশে বেরিয়ে পড়েন। বিকেলে আমি ঘুমিয়ে পড়লে লাইজু সেই সুযোগে বিষপান করে।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। বিষপানের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ