আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন আগামীকাল
জেলা প্রতিনিধি,বরগুনা ॥
আগামীকাল (বৃহস্পতিবার) ১৬ মার্চ আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিস ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইভিএমএ ভোট গ্রহনের সকল উপকরন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের হাতে বুধবার দুপুরে পৌছে দেওয়া হয়েছে। উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫শ’ ৪৯টি বুথের মাধ্যমে ১ লক্ষ ৭১ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেবেন। ভোট গ্রহনের জন্য ৬১জন প্রিজাইর্ডিং, ৫৪৯জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৯৮ জন পুলিং অফিসার নিযুক্ত করা হয়েছে।
ভোটে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকের মো. ওমর ফারুক জিহাদী ও স্বতন্ত্র আনারস প্রতিকের মো. জিল্লুর রহমান রুবেল মোক্তার। উল্লেখ্য ২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির অভিযোগে উচ্চ আদালত ফোরকান মিয়াকে বরখাস্ত করে এ পদ শূন্য ঘোষনা করেন।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানির্ং কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ইভিএম এ ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তÍুতি গ্রহন করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, শান্তিপূর্ন ভোট গ্রহনের জন্য ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।