Morol Shakil - (Shariatpur)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:২৪পি এম

জাজিরায় বজ্রপাতে প্রাণ গেলো সিফাতের

জাজিরায় বজ্রপাতে প্রাণ গেলো সিফাতের
জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে উমরদ্দি মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্লা (২১)।

এলাকাবাসী জানান, বুধবার দুপুরে সিফাত ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হয় শিশু সুরা মনি। তার খালা পলি আক্তার জানান, সুরা মনি তার মা তানজিলার কোলে ছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সুরা মনি খিচুনি দিতে থাকে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, বজ্রপাতে সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ