নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ১৪/০৩/২০২৩ ১০:২৫পি এম

নওগাঁয় পরকীয়ার জেরে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নওগাঁয় পরকীয়ার জেরে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় টাকা লেনদেন ও পরকীয়া সম্পর্কের জেরে বুলবুল আহমেদ (৩২) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিব নামে একজনকে আটক করেছে পুলিশ।
১৩ মার্চ,সোমবার রাত ৮টার দিকে শহরের চকমুক্তার মন্ডলপাড়া (চারা বাগান) মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ নীলফামারী জেলার উত্তর দুরাকুটি গ্রামের বাহান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে হাবিবের স্ত্রী মোসলেমা পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহরের চকমুক্তার মন্ডলপাড়া (চারা বাগান) মহল্লায় গত এক বছর থেকে কাজী আব্দুস সামাদের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন হাবিব ও তার স্ত্রী মোসলেমা। তাদের ২০ বছরের সংসারে দুই সন্তান রয়েছে। হাবিবের বাড়ি নীলফামারী জেলার উত্তর দুরাকুটি গ্রামে। তবে তার স্ত্রী মোসলেমার বাবার বাড়ি নওগাঁ শহরের মাস্টারপাড়া মহল্লায়। নিহত বুলবুল আহমেদ ও আটক হাবিব সম্পর্কে চাচাতো ভাই।
সোমবার রাত ৮টার দিকে কাজী আব্দুস সামাদের বাসার পেছনে হাবিব ও মোসলেমার সঙ্গে বুলবুল আহমেদের তর্ক-বিতর্ক হয়। এক সময় গায়ে আগুন নিয়ে চিৎকার দিয়ে পাশে ডোবা ভেবে কচুরিপানায় ঝাঁপ দেন বুলবুল। তবে সেখানে পানি ছিল না। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে বস্তা ও পাশে পড়ে থাকা ইটের গুড়ি দিয়ে আগুন নেভায়।
এ সময় তাকে উদ্ধার করে রাত ৯ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রেফার্ড করে ঢাকায় নেওয়ার পথে মারা যান বুলবুল। ঘটনার পর থেকে মোসলেমা পলাতক রয়েছেন।
বুলবুলকে এর আগে শহরের বাসিন্দারা কখনো দেখেননি। সন্ধ্যায় ওই মহল্লার রাস্তা ও গলিতে ‘একটি প্রেমের ঘটনা’ কাগজে লেখা অবস্থায় মোসলেমা ও বুলবুলের ছবিসহ পড়ে থাকতে দেখা যায়। ওই কাগজে লেখা মোসলেমাকে বিভিন্ন সময় বুলবুল টাকা দিয়েছেন এবং তাকে নিয়ে সংসার করতে চান।
হাসপাতালে জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় বুলবুলকে বলতে শোনা যায়, ‘মোসলেমা ও হাবিব তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে।’
কাজী আব্দুস সামাদের স্ত্রী শাহারা বেগম বলেন, গত এক বছর ধরে মোসলেমা ও হাবিব আমাদের বাসায় ভাড়া ছিলেন। রাত ৮টার দিকে গায়ে আগুন নিয়ে দৌঁড়ে দোকানের সামনে দিয়ে একজন কচুরিপানার মধ্যে লাফ দেয়। পরে কয়েকজন আগুন নিভিয়ে আহত ছেলেটিকে হাসপাতালে নেয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ