আমি হলে কবি-২
মোঃ আবু মুনিফ আল মুকিম।
লিখে যেতে চাই বাস্তবতার কিছু কথা
ভুলত্রুটি হয়ে গেলে মনে নিওনা ব্যাথা।
ভুলে যাওয়া যায় না কিছু করলে অপরাধ,
ক্ষণে ক্ষণে পোড়াতে থাকে বিবেকের বাধঁ।
কিসের তরে করি সংগ্রাম,কিসের তরে বাঁচি,
বিবেকের কাছে প্রশ্ন করি,আমি কি ঠিক আছি।
কী কারনে কোন কর্মে হচ্ছি সম্পৃক্ত,
কিসের নেশা দিনে দিনে করছে আসক্ত,
কথার স্রোতে চলে আসে অনেক নিয়ম নীতি,
স্বার্থের টানে নিয়ম নীতির নিভে যায় বাতি।
হতে চাই বিত্তবান,পেতে চাই মান সম্মান,
কখনো কী চাই, সঠিক রাখতে ঈমান।
মুসলিম হিসেবে সর্বদাই করছি মোরা দাবী,
কিন্তু সকল কর্মকান্ডে দেখা যায় না সেই ছবি।
এত অন্যায়, বিশৃঙ্খলতা আর অনিয়ম,
দিনে দিনে বাড়ছে শুধু হচ্ছে কোথায় কম।
কোন মোহতে থাকি ডুবে,কিসের চিন্তাধারা,
সুখী হওয়া যায় না কভু ঈমান আকিদা ছাড়া।
বুঝবো মোরা বঝবো ঠিকই,শেষ সময়ে এসে,
জীবন প্রদীপ নিভে যাবে,জানিনা কোন বেশে।