আরব আমিরাতের মরুর বুকে শিলাবৃষ্টি সহ বন্যা ।
বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এবং কৃত্রিমভাবে মরুর বুকে যেভাবে বৃষ্টি নামানো হচ্ছে এর মধ্যে মধ্যপ্রাচ্যে গত কয়েক দশক ধরে যে অনা বৃষ্টির খরা সেটি কাটিয়ে উঠছে ঠিক কিন্তু মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের মতো অনেকগুলো ঘটনা ঘটছে তারই মধ্যে সংযুক্ত আরমিরাতের প্রদেশ শারজা স্থ খোর ফাক্কান নামক এলাকায় গত 2 মার্চ বিকাল সাড়ে চার ঘটিকার সময় শিলাবৃষ্টি সহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে তা বন্যায় পরিণত হয় যার প্রভাবে সাধারণ প্রবাসী সহ স্থানীয় বাসিন্দাদের জনজীবনে কিছুটা হলেও বাধা বিঘ্নয় ঘটে এভাবে জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিমভাবে বৃষ্টি শাসন করার মতো কার্যক্রম গুলো চলতে থাকে ক্রমান্বয়ে পৃথিবীতে এমন অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটবে যা পৃথিবী এর আগে কখনো দেখেনি কিছুদিন আগে সৌদি আরবিয়া তে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল তার প্রভাবে তেমন ক্ষতি না হলো ও সংযুক্ত আরব আমিরাতের মত মধ্যপ্রাচ্যের মরুর অঞ্চলে এরকম বৃষ্টি এবং দুর্যোগ যদি সংঘটিত হয় তাহলে এটি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য মোকাবেলা করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। অতএব অতি শীঘ্রই এসব বিষয় নিয়ে বৈশ্বিক নেতারা বৈশ্বিক জলবায়ু সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ করবে এটাই সাধারণ মানুষদের কামনা।
সংযুক্ত আরব আমিরাত
মোঃ মোক্তার হোসেন