নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ২৭/০২/২০২৩ ০২:৫৬পি এম

বদলগাছীর মজিদুল সুস্থ হয়ে বাঁচতে চায়!

বদলগাছীর মজিদুল সুস্থ হয়ে বাঁচতে চায়!
নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সদরের ডাঙ্গিসাড়া গ্রামের মোঃ মজিদুল ইসলাম পিতা  মোঃ স্বাধীন পেশাঃ রাজমিস্ত্রী সে গত ২২ শে ফেব্রুয়ারি রোজ বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।এমতাবস্থায় চিকিৎসার ব্যয়ভার বহন তার একার পক্ষে সম্ভব নয় বলে থমকে গেছে তার চিকিৎসাসেবা।তাই বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন বাঁচার জন্য।

পরিবার সূত্রে জানা যায়, মোঃ মজিদুল ইসলাম গত ২২ ফেব্রুয়ারি, বুধবার রাতে তার পেশাগত কাজে বদলগাছি হতে মাতাজীহাটে ভুটভুটিযোগে যাবার পথে পথিমধ্যে ফতেজঙ্গপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তায় গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলে গাড়ির চালক ও মজিদুল ইসলাম পাশে থাকা খাদে পড়ে গিয়ে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আহত হোন। খবর পেয়ে, ঐ এলাকাবাসী গাড়ির চালক ও মজিদুল ইসলামকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন ও তার পরিবারকে খবর দেন। 
খবর পেয়ে, তার পরিবার বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।

ততক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আহত মজিদুল ইসলামকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর সেখানকার চিকিৎসকগণ তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানান,আহত মজিদুল ইসলামের বামহাত, দুই পা ও মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গেছে। এমতাবস্থায় কর্তব্যরত চিকিৎসকগণ তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
এই ব্যয়বহুল চিকিৎসা খরচের কারণে তার পরিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না পাঠিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। টাকার অভাবে তার অসহায় এখনো পর্যন্ত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারেননি।
তার মা জানান - আমার ছেলে গত বুধবার তার কাজের জন্য রাত্রি ৩.৩০ মিনিটে ভুটভুটিযোগে যাবার পথে ফতেজঙ্গপুর মাদ্রাসার কাছে গাড়িটি উল্টে যায় এবং আমার ছেলের বামহাত, দুই পা ও মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। নওগাঁর ডাক্তাররা বলছে তাকে ঢাকা নিয়ে যেতে হবে। কিন্তু আমরা তো আমরা এত টাকা কোথায় পাবো তাই যদি সবাই আমাদের সাহায্য করতো তবে  তাই দিয়ে আমাদের ছেলের চিকিৎসা করতাম। 
তার স্ত্রী কান্নারত অবস্থায় বলেন- আমাদের পরিবারের একমাত্র আয় সক্ষম ব্যক্তি আমার স্বামী যদি তার কিছু হয়ে যায় তাহলে আমার দুই সন্তানসহ আমদের পুরো পরিবার না খেয়ে মরতে হবে। তাই আমাদের অসহায় পরিবারের কথা বিবেচনা করে আপনারা যারা জ্ঞানী ও বিত্তবান মানুষ আছেন তারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। 
এলাকাবাসী ও স্থানীয়রা জানান - মজিদুল ইসলাম এ-র পরিবার খুব অসহায় পরিবার। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে মজিদুল ইসলাম এর চিকিৎসা সুষ্ঠু  তার পরিবার করাতে পারতো এবং সে সুস্থ হয়ে ফিরে এলে  তার পরিবার আবারও সচ্ছলভাবে বাঁচতে পারতো । সুতরাং  এলাকাবাসী হিসেবে সমাজের বিদ্যমানদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা সবাই এই অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। 
সাহায্য পাঠানোর পূর্বে ০১৭৪৩-২৯১০৭০ (ফোন নম্বর মজিদুল) এ-ই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিয়ে এ-ই নম্বরের নগদ অথবা বিকাশে সাহায্য পাঠাতে পারেন। 

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ