Md. Habil Hossain - (Naogaon)
প্রকাশ ২৬/০২/২০২৩ ০৪:০১পি এম

বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইকেল চালক নিহত

বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইকেল চালক নিহত
বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তৌহিদ (৪৮) নামের এক সাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার ইসলামী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে তৌহিদ (৪৮)।


জানা গেছে, তৌহিদ বগুড়ার PCL কোম্পানীতে কাজ করতেন। সেখানে কাজ শেষ করে তার বাইসাইকেলে সে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার মিয়াপাড়া কবরস্থান এলাকার ইসলামী কলেজের সামনে মহাসড়কের উপর পৌছামাত্র পিছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, লাশটি বর্তমানে থানায় আনা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ