দাঁড়াশের লেজে কি আদৌ কাটা থাকে!!
আপনারা অনেকেই শুনে আসছেন সে দাঁড়াশের লেজে বিষাক্ত কাঁটা থাকে । আসলে দাঁড়াশের লেজে কাঁটা থাকে না, বিষাক্ত তো দূরের কথা । দাঁড়াশের জন্য এটা ধ্রুব সত্য । তবে এই কথা সাপের একটা গোত্রের বেলায় সত্য নয় ।
সেই গোত্রের নাম Uropeltidae. তবে এটা সত্য তারা নির্বিষ । নির্বিষ, গর্তবাসী ও নিশাচর এই সব সাপ সাধারণভাবে Shield tailed snake নামে পরিচিত । বিশেষ এই সাপের লেজ অন্য সমস্ত সাপের চেয়ে আলাদা । হয় এদের লেজের আগায় দুটো কাঁটার মতো প্রবৃদ্ধ আঁইশ থাকে নইলে চ্যাপ্টা ও ভোঁতা লেজে ছোট ছোট কাঁটার মতো আঁইশের বর্ম থাকে । এই সব কাঁটা বিষাক্ত নয় ।
এই সব সাপ বাংলাদেশে পাওয়া যায় না । তবে খুব দূরেও থাকে না । এদের ভারতীয় উপদ্বীপ (মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু, কেরালা) ও শ্রীলঙ্কায় পাওয়া যায়..