বদলগাছীর পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি,শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট টু নওগাঁ মেইন রোডের ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে পাহাড়পুর বাজার প্রদক্ষিণ করে সমাবেশ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।
পাহাড়পুর ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্নার সঞ্চালনায় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন,বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টন,পাহাড়পুর ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সোহাগ,পাহাড়পুর ইউপি শাখার ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহম্মেদ শুভ।
এছাড়াও পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ মন্টু,শামীম,রুবেল, রতন,সুজন প্রমুখ।
নেতারা বলেন,বিএনপি জামায়াত বিভিন্ন সমাবেশের নামে দেশে আবারো পেট্রোল বোমার রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদেরকে এই সুযোগ আর দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থেকে বিএনপি-জামাতের সকল নৈরাজ্যের উপযুক্ত জবাব দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হবে।