নওগাঁয় কাভার্ডভ্যান চাপায় গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু;আহত-৩
নওগাঁ জেলার সাপাহারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশের পানের দোকানে প্রবেশ করায় সুরত আলী নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।
২৬ জানুয়ারি,বৃহস্পতিবার দুপুরের পর সাপাহার উপজেলার শিহাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুরত আলী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলার সাপাহার উপজেলা থেকে একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান মালামাল নিয়ে আগ্রাদ্বিগুন বাজারে যাচ্ছিল। এসময় কাভার্ডভ্যানটি সাপাহার উপজেলার শিহাড়া মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রাম পুলিশ সুরত আলীকে ধাক্কা দিয়ে একটি পানের দোকানের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলে সুরত আলী মারা যান। এসময় চায়ের দোকানদারসহ দোকানের ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।