বদলগাছীর পাহাড়পুরে একশো দশ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় শ্রী মনোরঞ্জন সরদার(৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে ১১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে র্যাব।
২ জানুয়ারি,রবিবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব -৫ সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প।
শ্রী মনোরঞ্জন সরদার(৪৫) নওগাঁ জেলার বদলগাছী থানার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির বিষপাড়া গ্রামের মৃত নরেশ সরদারের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে গতরাত সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ১১০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।