Mahfuzul Islam - (Feni)
প্রকাশ ১৮/১১/২০২২ ০২:৪৯পি এম

আবারও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি!

আবারও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি!
বেশ কিছুদিন ধরেই শিক্ষা উপকরণের দাম বেড়েই চলেছে, এরই মধ্যে পুনরায় বৃদ্ধি করা হয়েছে শিক্ষা উপকরণের দাম। খাতার দাম বেড়ে হয়েছে ৩ গুণ! এক তথ্যসূত্রে জানা গেছে, রিম/দিস্তা খাতার মূল্য ১৮০ টাকা থেকে বেড়ে ৪৩০ টাকা এবং ২৩০ টাকা থেকে বেড়ে ৫২০ টাকা।অন্যদিকে A4 কাগজের মূল্য ১৭০ টাকা থেকে বেড়ে ৩৪০ টাকা এবং ২৩০ টাকা থেকে বেড়ে ৪৪০ টাকা। এছাড়া অন্যান্য শিক্ষা উপকরণের মূল্যও বৃদ্ধি পাচ্ছে প্রতি নিয়ত!

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ