নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ১৩/১১/২০২২ ১১:০১এ এম

নওগাঁয় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁয় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নওগাঁ জেলার পোরশায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক অজ্ঞাত ব্যক্তির (৪৩) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া বাজার এলাকার একটি মাল্টা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঐ অজ্ঞাত ব্যক্তি প্রায় ৫বছর পূর্বে এ এলাকায় এসেছিলেন। তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলেও জানান তারা। তেঁতুলিয়া ইউপির গ্রাম পুলিশ মানিক হোসেন জানান, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ঐ ব্যক্তি এখানে আসার পর থেকে তেঁতুলিয়া বাজারসহ এ এলাকার রাস্তার ধারে ঘোরাঘুরি করতেন। বাজারের দোকানদার বা কখনো স্থানীয়দের দেওয়া খাবার খেতেন তিনি। থাকতেন কখনো রাস্তার ধারে, কখনো বাজারের আশপাশে। রোববার সকালে স্থানীয়রা মাল্টা বাগানে তার লাশ দেখতে পেয়ে পোরশা থানা পুলিশকে খবর দেয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, আমরা স্থানীয়দের দেওয়া খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। উদ্ধারকৃত লাশের ডান চোখ উপরে ফেলা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত ছিল বলেও জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ