বদলগাছীতে পরকীয়ায় লিপ্ত প্রেমিক প্রেমিকাকে ধরে থানায় সোপর্দ করলো এলাকাবাসী
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির পারিচা গ্রামে প্রেমিক প্রেমিকাকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় গ্রামবাসীরা আটক করে থানায় সোপর্দ করেছে।
৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১১ টায় একই উপজেলার মিঠাপুর ইউপির ইসমাইলপুর গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ সুমন হোসেন বাবু (৩৫) নামের একজন প্রেমিক পারিচা গ্রামের সবুর হোসেনের স্ত্রীকে নিয়ে আপত্তিকর কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করে উক্ত গ্রামের সবুরের মাবাবা সহ গ্রামবাসীরা।
৫ নভেম্বর ঘটনাস্থলে গিয়ে জানা যায়,উক্ত প্রেমিক যুগল দীর্ঘদিন থেকে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল। ঘটনার রাতে প্রেমিকার স্বামী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে মোবাইল ফোনে প্রেমিককে ডেকে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হয় সবুরের স্ত্রী।
এসময় পাশের বাড়ির লোকজন ও ঐ মেয়ের শ্বশুর শাশুড়ির সন্দেহ হলে পুত্রবধূর বাড়িতে গিয়ে ছেলে বউকে পর পুরুষের সাথে দেখে গ্রামবাসীদের ডেকে তাদের আটক করে।পরের দিন বেলা ২টা পর্যন্ত ইউপি চেয়ারম্যানসহ মন্ডল মাতবররা স্হানীয়ভাবে আপোষ মিমাংসার করার চেষ্টা করে ব্যর্থ হলে তাদের থানায় সোপর্দ করে।
এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, মেয়ের স্বামী বাদী হয়ে মামলা করেছে।আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।