নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ০৪/১১/২০২২ ০১:০১পি এম

বদলগাছীতে এক কেজি গাঁজাসহ দু'জন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

বদলগাছীতে এক কেজি গাঁজাসহ দু'জন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।
নওগাঁ জেলার বদলগাছীতে এক কেজি গাঁজা
সহ দু'জন মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হল বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির হলুদবিহার গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র মহন্তের ছেলে শ্রী সূফল চন্দ্র মহন্ত (৩৩) ও দুধকুড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেলে হোসেন(৪০)

বদলগাছী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের বিশেষ অভিযানে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নেতৃত্বে থানার এস আই আবু তাহের ও এ এস আই জালাল
গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় বদলগাছীর বিলাসবাড়ী ইউপির বলরামপুর ঈদগাহ মাঠের পূর্ব দিক থেকে সুফল চন্দ্র মহন্ত ও বেলাল হোসেনকে এক কেজি গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে। এ ব‍্যপারে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এ ব‍্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।আসামীরা দীর্ঘদিন ধরে মাদকের ব‍্যবসা করতো এমন তথ‍্যের সূত্রে অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে আসামীদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদককে না বলুন।মাদকের বিরুদ্ধে বদলগাছী থানার বিশেষ অভিযান অব‍্যহত থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ