JAKIR HOSSAIN - (Jashore)
প্রকাশ ০৪/১১/২০২২ ০৫:২৯পি এম

শার্শার গোড়পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ৮ লক্ষাধিক টাকার ক্ষতি

শার্শার গোড়পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ৮ লক্ষাধিক টাকার ক্ষতি
যশোরের শার্শার গোড়পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সূত্রপাতে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সকল মালামাল। এ ঘটনায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় উপার্জনের একমাত্র সম্বল সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার পর গোড়পাড়া বাজারের স্কুল মার্কেটের সামনে হাসপাতাল লাগুয়া হিরা টেইলার্স এন্ড বস্ত্রালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পাশে থাকা ভাই ভাই বস্ত্রালয় ও ফ্যাশন হাউজে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ধোঁয়া দেখে দ্রুত স্থানীয়রা বেনাপোল দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। দমকল বাহিনীর ১টি ইউনিট বিকাল ৩ টার পর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তারা আসার আগেই ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে ব্যবসায়ীরা জানান। এ ঘটনায় দু’টি প্রতিষ্ঠানের ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এই আকর্ষিক অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন বলে জানান।
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা আলাউদ্দিন খান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত্রের ঘটনায় গোড়পাড়া বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন।

পল্লী বিদ্যুতের সাড়াতলা এরিয়া অফিসের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের মেইন লাইনের সমস্যা নয়, এটি গ্রাহকের অভ্যন্তরীণ মেইন সুইচের সমস্যা। আগুনের ঘটনাটি জানার পর লাইন বন্ধ করে দেওয়া হয়। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রনে আসলে পুনরায় বিদ্যুৎ চালু করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ