MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ০৪/১১/২০২২ ০৫:২৯পি এম

আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন রবিবার

আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন রবিবার
জেলা প্রতিনিধি,বরগুনা।।
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৯ বছর পর রবিবার আমতলী পৌরসভার সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালের সামনের মাঠে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৩ সালের ২৯ জানুয়ারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এম এ কাদের মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাব রব্বানী চিনু। সম্মেলনের উদ্বোধন করবেন বরগুনা জেলা আওয়মী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান।
আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এম এ কাদের মিয়ার জানান, সম্মেলন সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা একটা সুন্দর ও সুশৃঙ্খল কাউন্সিল সমাপ্ত করতে চাই।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ