বদলগাছীর পাহাড়পুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের এক গরু ব্যবসায়ীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরো দু'জন।২০ সেপ্টেম্বর,মঙ্গলবার সকাল ৯ টার দিকে জয়পুরহাট সুগার মিলের উত্তর পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির পাহাড়পুর গ্রামের পাঞ্জেত আলী সরদারের ছোট ছেলে গরু ব্যবসায়ী মুসলিম সরদার (৫৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার সকাল ৯ টায় দিকে ঐতিহাসিক পাহাড়পুর বাজার থেকে ভুটভুটিতে করে গরু নিয়ে জয়পুরহাট বিএডিসির মোড় হয়ে চিনিকল সড়ক দিয়ে কাশিয়াবাড়ি স্কুলের উত্তর দিকের রাস্তা হয়ে পাঁচবিবি হাটে যাওয়ার পথে সুগার মিলের উত্তর সাইডে ভাঙ্গাচুরা রাস্তায় গরুরসহ ভুটভুটি উলটে গরু ব্যবসায়ী মুসলিম সরদার ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
বাদ মাগরিব নিহতের জানাযা তার নিজ গ্রাম পাহাড়পুরেই অনুষ্ঠিত হবে।