নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ১৬/০৯/২০২২ ০৮:৪১পি এম

নওগাঁয় নিখোঁজের পর পুকুর থেকে শিশু কন্যার লাশ উদ্ধার

নওগাঁয় নিখোঁজের পর পুকুর থেকে শিশু কন্যার লাশ উদ্ধার
নওগাঁ জেলার পোরশা উপজেলায় নয় বছরের এক শিশু কন্যার রহস্যজনভাবে মৃত্যুর হয়েছে। মৃত শিশুর নাম সাদিয়া আক্তার।সে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের রুবেল হোসেনের মেয়ে।

ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে স্কুলের ক্লাস শেষে সাদিয়া বাড়িতে আসে। আসার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। খুঁজে না পাওয়ার এক পর্যায়ে সাদিয়ার বাবা রাত দেড়টার দিকে পোরশা থানায় সাধারন ডায়েরি করেন।
এমতাবস্থায় ১৬ সেপ্টেম্বর,শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে সাদিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।লাশ উদ্ধারের সময় সাদিয়ার বাম কানের লতিতে রক্ত বের হওয়ার চিহ্ন ছিল।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে আসল রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি আশা করছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ