শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসূচি
আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোকের মাস। ১৫ আগস্ট গভীর শোকাবহ একটি দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় এবং আন্তর্জাতিক কুচক্রী মহলের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র নৃশংসভাবে হত্যা করেন ইতিহাসের মহানায়ক, শত সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো হত্যা করেন মহিয়সী নারী, জাতির পিতার প্রিয় সহধর্মিনী, বঙ্গবন্ধুর নেতৃত্বের চালিকাশক্তি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, জাতির পিতার প্রিয় সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের ২৬ জন নিকটাত্মীয়কে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এর অংশ হিসেবে আগস্ট মাসের প্রথম দিনে সোমবার সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে ভিআইপি কনফারেন্স রুমে জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ, ডীন, পরিচালক, হল সুপারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। কালো ব্যাজ ধারণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি যার যার অবস্থান থেকে হাবিপ্রবি পরিবারের সকলেই কালো ব্যাজ ধারণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিজিটাল কালো ব্যাজ প্রদর্শন ও উপাচার্য কর্তৃক শোক বার্তা প্রকাশ করা হয় ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সরকারী নির্দেশনা মোতাবেক ব্যানার স্থাপন করা হয়।
এছাড়াও মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুননেছা মুজিব হল কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “অসমাপ্ত আত্মজীবনী” শীর্ষক গ্রন্থ অবলম্বনে কুইজ প্রতিযোগিতা, ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী জাতীয় শোক দিবস পালন, ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “কারাগারের রোজনামচা” শীর্ষক গ্রন্থ অবলম্বনে কুইজ প্রতিযোগিতা, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “আমার দেখা নয়াচীন” শীর্ষক গ্রন্থ অবলম্বনে কুইজ প্রতিযোগিতা এবং মাসের শেষে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।