নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ১৬/০৭/২০২২ ০৮:২০পি এম

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নওগাঁর চারজনের মর্মান্তিক মৃত্যু;আহত-১

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নওগাঁর চারজনের মর্মান্তিক মৃত্যু;আহত-১
বগুড়া জেলার কাহালু উপজেলার দরগাহ হাটে প্রাইভেটকার ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নওগাঁর চারজন ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন,আহত হয়েছেন আরো একজন।
১৬ জুলাই,শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহ হাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাটের তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেটকার চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন(৩০)।
এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ