MD.SAIFUL ISLAM - (Tangail)
প্রকাশ ১৫/০৭/২০২২ ০৪:১১পি এম

গদ্য কবিতা : জীবনের নদী

গদ্য কবিতা : জীবনের নদী
জীবনের নদী
মোঃ সাইফুল_ইসলাম
<<>><<>><<>>><<>
জীবন মানে বহতা নদী
নৃত্য ছুটে চলা
জীবন মানে প্রভাত রবি
দীপ্ত শিখায় জ্বলা।
জীবন মানে পূর্ণিমা চাঁদ
জোছনা মাখা আলো
জীবন মানে ঝর্ণার জল
স্বচ্ছ কাজল কালো।
জীবন মানে পুস্প কানন
ফোটা কুসুম কলি
জীবন মানে ফাগুন বনে
প্রেম পিয়াসী অলি।
জীবন মানে সবুজ বন
ফসল ভরা মাঠ
জীবন মানে পদ্ম পুকুর
শান বাঁধানো ঘাট।
জীবন মানে শীতল ছায়া
স্নিগ্ধ ছোঁয়া ভোর
জীবন মানে মৃদু হাওয়া
দখিন খোলা দোর।
জীবন মানে স্বপ্নে আঁকা
নিঝুম নীরব রাত
জীবন মানে মেহেদী রাঙা
প্রিয়ার কোমল হাত।
জীবন মানে শিশির ভেজা
কচি দূর্বাঘাস
জীবন মানে বিচিত্র রূপ
বাংলার বারমাস।
জীবন মানে যুদ্ধ ক্ষেত্র
লড়াই করে বাঁচা
জীবন মানে দমের গাড়ি
নিছক শূন্য খাঁচা।
রচনা কালঃ২৬/০২/২২ইং

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

ABDUS SALAM - (Comilla)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:২০পি এম