যৌনতার ব্যাপারে অবিবাহিতদের জন্য কিছু খোলা কথা৷
খারাপ মনে হলে ইগনোর করুন।
যৌনতা বিষয়টা এমন যে, আমরা ক্ষুদা মিঠাতে ভাত বা খাবার খাই। ভাত খাওয়ার জন্য চুরি করা কিংবা অবৈধ উপার্জন হারাম।
ভাত খাওয়ার জন্য যেভাবে চুরি করা যাবে না। ঠিক তেমনি যৌনতা মেঠানোর জন্য অবৈধ কিছু করা যাবে না। আরেকটা ব্যাপার হল, এটা সম্পুর্ন মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনার মন নিয়ন্ত্রণ করতে পারলে তা নিয়ন্ত্রিত থাকবে। তাই মন নিয়ন্ত্রণ করা সব থেকে বড় ব্যাপার। এই রামাদ্বানে অনেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করে বিভিন্নধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছেন। একইভাবে এ থেকে বাঁচার জন্য মনকে নিয়ন্ত্রণে রাখতে পারা সব থেকে বড় ঔষধ।
রামাদানে বলার উদ্দেশ্য আপনার বুঝতে এবং মানতে সুবিধা হবে।
যৌনতার মধ্যে আহামরি কোন কিছু নেই। এটা জাস্ট এ সিস্টেম। আল্লাহ তায়ালা তার বান্দা বৃদ্ধির জন্য দিয়েছেন। সুতরাং ধৈর্য ধরুন। সময় হলে আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট ব্যক্তিকে আপনার পাশে এনে দিবেন।
এতে একটা খেজুর, মাল্টা, কমলা, লেচু কিংবা অন্য যেকোনো সুস্বাদু ফলের থেকেও কম স্বাদ। মারাত্মম পাগল হওয়ার কিছু নেই৷
একেক মানুষ একেক কাজের মধ্যে প্রশান্তি খুঁজে পায়।
কেউ খেলায়, কেউ নেশায় কেউবা যৌনতায়। আপনি নিজের মনের প্রশান্তিকে ভালো কিছুর প্রতি নির্দিষ্ট করুন।
ধরুন, কোথাও সফরে যাওয়া কিংবা রেষ্টুরেন্টে খাওয়া। যে যায়নি /খায়নি সে আফসোস করছে আর যে গিয়েছে বা খেয়েছে তার কাছে গুরুত্বপূর্ণ লাগছেনা।
আরেকটা কথা, মুমিন হলে বিয়ের পর অবৈধ যৌনতার টান কমবে আর মুমিন না হলে তার টান বাড়বে৷
আমাদের পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ, ছবি, নাটক,ম্যাগাজিন, পত্র পত্রিকায় বিষয়টা এমনভাবে উপস্থাপন করা হয় যাতে করে যৌন সুড়সুড়ি বাড়িয়ে দেয়া হয়। অথচ উচিত ছিল, ফেতনা/ঝামেলা নির্মুলের জন্য বিষয়টাকে সাধারণভাবে উপস্থাপন করা। কেননা, বিষয়টা আসলেই অতি সাধারণ ব্যাপার৷ এর জন্য কিছু কুটিল, কু-মনা, দুষ্ট প্রকৃতির লেখকরাও দায়ী।
আমাদের তরুণদেরকে এ ব্যাপারে অতি উৎসাহী করে তোলা হয়। অথচ সৃষ্টিশীল যেকোনো কাজ এ থেকে উত্তম হতে পারে। দুনিয়ায় ক'দিন থাকবেন? আপনার নাম যাতে থাকে সেজন্য ভালো কাজে সময় দিন। কিছু একটা করে যেতে চেষ্টা করুন।।
সর্বব্যাপারে আল্লাহর সাহায্য চাইতে থাকুন এবং ধৈর্য ধরুন।
তরুন/যুবকদের জন্য উপকারী মনে হলে শেয়ার বা কপি করে ছড়িয়ে দিন৷