বরিশালে বি এন পি নেতা মজিবুর রহমান নান্টুর বিরুদ্ধে অভিযোগ।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ছয় নেতা পদত্যাগ করেছেন। তাঁরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে ছয় নেতা উল্লেখ করেন, গত নভেম্বরে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর আহ্বায়ক মজিবুর রহমান নান্টু নানা ধরনের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড চালাচ্ছেন। তাঁর খেয়াল খুশিমতো দলের বিভিন্ন স্তরের কমিটি বিলুপ্ত করছেন। এতে দলের সব পর্যায়ে বিশৃঙ্খলা ও ক্ষোভ বিরাজ করছে।
পদত্যাকারী মো. আহসান কবির বৃহস্পতিবার বিকেলে বলেন, আমি কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলাম। এর মধ্যে আমাকে না জানিয়ে গত শুক্রবার বানারীপাড়ায় এসে মজিবর রহমান নান্টু পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করেন। সম্পূর্ণ খামখেয়ালি করে তিনি দল চালাচ্ছেন। আমরা এর প্রতিকার চাইলেও কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।
তিনি আরও বলেন, জেলা আহ্বায়ক কমিটির আরও এক সদস্য সরফুদ্দিন আহম্মেদ সান্টু মঙ্গলবার পদত্যাগ করেছেন। আহ্বায়কের এমন আচরণে দলের সব নেতাকর্মী ক্ষুব্ধ-বিরক্ত।