Jahidur Rahman - (Dhaka)
প্রকাশ ১৫/০৭/২০২২ ১০:১৮পি এম

ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে রাইলি রুশো

ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে রাইলি রুশো
ad image
বর্তমান টি-২০ দলে সব দলের কাছে আকাঙ্ক্ষিত নাম রুশো। বিশ্বজুড়ে টি-২০ লিগ খেলে বেড়ানো এই খেলোয়াড় দুর্দান্ত ফর্মে আছে।
ইংল্যান্ডের কলপাক চুক্তি বাতিল হবার পর এই ধাক্কা সামলে অবশেষে সেই খেলোয়াড়দের জাতীয় দলে ধীরে ধীরে নিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় অবশেষে ছয় বছর পর অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান রুশোকে আবার জাতীয় দলের টি-২০ স্কোয়াডে নিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড টি-২০ স্কোয়াডে নেয়া হয়েছে। সাদা বলের নিয়মিত অধিনায়ক বাভুমা ইনজুরিতে সফরে যাচ্ছেন না। তার বদলে ওয়ানডেতে মহারাজ ও টি-২০তে মিলারকে অধিনায়ক করা হয়েছে।
সফরে ইংল্যান্ডের সাথে সমান তিন টি-২০, ওয়ানডে,টেস্ট খেলবে। মাঝখানে আয়ারল্যান্ডের সাথে দুইটি টি-২০ খেলবে প্রোটিয়ারা।
১৭ই জুলাই ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে ।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ