সীতাকুণ্ডের কুমিরায় সর্বপ্রথম হাদীসের দরস শুরু
আলহামদুলিল্লাহ! উস্তাদুল আসাতিজা হযরত আল্লামা আহমদ দিদার কাসেমী দা.বা. এর দরস ও দুআ'র মাধ্যমে শুরু হয় দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার হাদিসের( মিশকাতুল মাসাবিহ) দরস।
গতকাল ২৫শে মে, বুধবার। সীতাকুণ্ডের অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র মাওলানা শাহ আবদুল গণী রহ. এর স্মৃতিবিজড়িত 'ইসলামীয়া আরবীয়া মাদরাসা ' থেকে আনুষ্ঠানিকভাবে মিশকাত(উলা) জামাতের দরস শুরু হয় ।
এতে উপস্থিত ছিলেন,
মাওলানা আহমদ দিদার কাসেমী দা.বা.
মাওলানা নুরুল আমিন মেহদী সাহেব
উপস্থিত ছিলেন,
অত্র মাদরাসার পরিচালক, মাওলানা আলমগীর সাহেব
শিক্ষা পরিচালক, মাওলানা রহমতুল্লাহ সাহেব
হাফেজ মাও. কাসেম সাহেব ও অন্যান্য আসাতিজা কেরামগণ...