MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ১৫/০৭/২০২২ ০৪:১৬পি এম

জ্ঞানীগুণী মানুষ

জ্ঞানীগুণী মানুষ
জ্ঞানীগুণী মানুষ
মোঃ হেদায়েতুল ইসলাম

জ্ঞানীগুণীর কদর যে জানেনা সেতো বড় অজ্ঞ,
অনুসরণ করো তাদের যারা পৃথিবীতে বিজ্ঞ।
নীতিবান জ্ঞানী পৃথ্বী মাঝে ছড়ায় তারাই আলো,
আমৃত্যু জীবজগতের তরে গুণীজন কাজ করে ভালো।
গুণী মানুষের জীবনটা থাকে অজস্র ত্যাগে ভরা,
পরোপকার করে তাঁরা সদা হয় আত্মহারা।
জ্ঞানীগুণী মানুষ বাঁধাকে কৌশলে মোকাবেলা করে,
দুঃখ কষ্টে গুণী মানুষ বিচলিত না হয়ে ধৈর্য্য তাঁরা ধরে।
কথা ও কাজে গুণী মানুষের গুণ ছড়িয়ে পড়ে,
ভালোবাসা শ্রদ্ধা পাবে যদিও গুণী মানুষ যায় মরে।
গুণী মানুষতো পৃথিবীটা গড়েছে এটা মানতে হবে,
গুণী মানুষের গুণের কদর ছিল আছে রবে ভবে।
গুণী মানুষ পৃথিবীর মাঝে যেন বারবার পাই,
জ্ঞানীগুণী মানুষ পৃথিবীর সম্পদ হৃদে পাক তাঁরা ঠাঁই।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

ROMANA ISLAM - (Comilla)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:১৯পি এম